প্রমি গ্রুপ উত্তরখানে হতদরিদ্র পরিবারের মাঝে ঈদসামগ্রী বিতরণ করলেন। ঢাকা উত্তর সিটিকরপোরেশন উত্তরার উত্তরখানের বালুমাঠ,,গাজীপাড়া,মিয়াবাড়ী তালতলা,মাজার পাড়া ভূয়াবাড়ী,কলেজিয়েট স্কুল, চেরাগীপাড়া, নোয়াপাড়া, শ্যামলবাগ, মোল্লাবাড়ী,আদর্শপাড়া,ফুজিরবাতান,মাজার দক্ষিণ পাড়া  সহ ৪৫ নং ওয়ার্ডের বিভিন্ন স্থানে দুস্হ,দরিদ্র ও অসহায়দের মাঝে ঈদ উপহার হিসেবে বিভিন্ন খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেছেন প্রমি গ্রুপের চেয়ারম্যান। প্রমি গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ এর চেয়ারম্যান এনামুল হাসান খান শহিদ সি আই পিউওরখান থানার ৪৪/৪৫/৪৬ নং ওয়ার্ডে বসবাসরত অসহায়দের পাশে দাড়িয়ে তাদের মাঝে খাদ্য সামগ্রী ও নগদ টাকা দিয়ে দীর্ঘদিন সহযোগিতা করে আসছেন বলে জানিয়েছেন স্হানীয়রা।

 

আজ সকাল ১০ টা থেকে প্রমি গ্রুপের নিজস্ব পরিবহন কাভার ভেন যোগে অসহায় স্থানীয় হত দরিদ্রদের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। প্রমি গ্রুপের ঈদ সামগ্রী নিতে এসে এলাকার বাসিন্দারা জানান, এ খাবারের বস্তা না পেলে তাদের ঈদে খুবই কষ্ট হতো। ঈদ উপহার পেয়ে তারা অত্যন্ত খুশি হয়েছেন বলে জানান। মহামারী করোনার প্রকোপে কর্মহীন হয়ে এলাকার বাসিন্দারা মানবেতর জীবন যাপন করছে। এমন খবর পেয়ে সম্পূর্ণ নিজ অর্থায়নে আবারও স্হানীয় অসহায়দের পাশে দাঁড়িয়ে তাদের সাহায্য সহোযগীতা করার কারণে আপামরসাধারণের নিকটে তিনি দানবীর হিসাবে পরিচিত। করোণা মহামারীতে কর্মহীন হয়ে যাওয়া খেটে খাওয়া মানুষ,দূস্হ অসহায়, হতদরিদ্র উত্তরখান এলাকার প্রতিটি অসহায় পরিবারের মাঝে এনামুল হাসান খান শহিদ সি আই পি হাজার হাজার বস্তা খাদ্য সামগ্রী বিতরণ করেছেন। চলমান কঠোর লকডাউনের দ্বিতীয় দপায় আবার ও তিনি নিজ অর্থায়নে দূস্হ অসহায় মানুষের পাশে ঢাল হিসেবে দাড়িয়েছেন।

 

এনামুল হাসান খান শহিদের পিতা বজলুল হক খান ওয়েলফেয়ার ফাউন্ডেশন হইতে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন এলাকার হতদরিদ্র অসহায় মানুষ। প্রমিএগ্রো ফুডস লিমিটেডের স্টাফ মেহেদী হাসান খান জানায় ঈদের উপহার খাদ্য সামগ্রী বিতরন ঈদ পর্যন্ত চলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *